সিলেটের কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ সকল নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দণ্ডনীয় অপরাধমূলক কার্যক্রম ও বিএনপির নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এর আগে স্থানীয়ভাবে পাথর উত্তোলন ও লুটপাটের সাথে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এ ঘটনায় তৃণমূলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন।
